কেশবপুর (যশোর) প্রতিনিধি:কেশবপুরের পাঁজিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য কিশোর দেবনাথ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব ও অসহায় ৫০০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন। রোববার দুপুরে পাঁজিয়া বাজারের তার নিজস্ব কার্যালয়ে তিনি ওই ঈদ সামগ্রী বিতরণ করেন।
এর মধ্যে ৪৫০ ব্যাক্তিকে ঈদ সামগ্রী হিসেবে সেমাই, চিনি, কিচমিচ, বাদাম ও গুড়াদুধ দেওয়া হয়। এ ছাড়া ৫০ জন অসহায় ব্যক্তিকে পাঞ্জাবি উপহার দেন। একইদিন তার উদ্যোগে পাঁজিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মরহুম মছির আলী সরদার, ছেরমান আলী গাজী ও অধীর দেবনাথের স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

