শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

উপজেলা নির্বাচন: কেশবপুরে দলীয় কর্মীকে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগের অভিযোগ

আরো খবর

কেশবপুর প্রতিনিধি:

কেশবপুর উপজেলা নির্বাচনে সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ রবিউল ইসলামের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগের অভিযোগ উঠেছে।

অভিযোগ সুত্রে জানাযায়, গত ৮ ই মে প্রথম ধাপে কেশবপুর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় । উক্ত নির্বাচনে ভোট গ্রহণের লক্ষ্যে সহকারী প্রিজাইডিং অফিসার নিয়োগের জন্য উপজেলা নির্বাচন কর্মকর্তা নিয়ম বহির্ভূতভাবে কেশবপুর পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার অপারেটর ফারুক হোসেনকে শিক্ষক হিসেবে উল্লেখ করে সহকারী প্রিজাইডিং অফিসার পদে নিয়োগ দেন।

খোঁজ নিয়ে জানা যায়, ফারুক হোসেন সাতবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। তিনি নির্বাচনি নিয়ম অমান্য করে ভোট গ্রহনের আগের দিনও নিজ এলাকায় অবস্থান করেন এবং তার পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারনা চালিয়েছেন।

এ বিষয়ে একাধিক প্রার্থী বলেন, নির্বাচনে রাজনৈতিক পদে আছে এমন ব্যাক্তি এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণী পদে কর্মরত কাউকে সহকারী প্রিজাইডিং অফিসারের দায়িত্ব দেওয়ার কোন নিয়ম নেই। কিন্তু নির্বাচন অফিসার এসব নিয়মের তোয়াক্কা না করেই তাকে এ দায়িত্ব দেন।

তবে অভিযোগ অস্বীকার করে সহকারি রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা  রবিউল ইসলাম বলেন, নির্বাচনের আগে এধরনের কোনো অভিযোগ আমার কাছে আসেনি। যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল তাদের নির্বাচনের দায়িত্ব বাতিল করেছি।

আরো পড়ুন

সর্বশেষ