শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুর ছাত্রদলের আহ্বায়ক আজিজুর উপর হামলা, গুরুতর অবস্থায় খুলনায় রেফার

আরো খবর

 কেশবপুর প্রতিনিধি:যশোরের কেশবপুর উপজেলায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজসহ আরও কয়েকজনের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সাগদত্তকাটি মধ্যপাড়া এলাকায় হাডুডু খেলা শেষে বাড়ি ফেরার পথে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, হাডুডু খেলা শেষে বাড়ি ফিরছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন। এই সময় একদল দুর্বৃত্ত তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় আজিজুর রহমান আজিজসহ তাঁর সঙ্গীরা আহত হন।

আহতদের দ্রুত উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আজিজুর রহমান আজিজের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় রেফার করা হয়েছে। তাঁর সঙ্গে থাকা অন্য আহতরাও প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এই হামলার সুনির্দিষ্ট কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে। হামলার ঘটনার পর থেকেই এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

 

কেশবপুর থানা পুলিশ জানিয়েছে, হামলার ঘটনা সম্পর্কে তাঁরা অবগত আছেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে। হামলার কারণ ও জড়িতদের খুঁজে বের করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

আরো পড়ুন

সর্বশেষ