শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুর পল্লী বিদ্যুতের পরিচালক পদে ৭ প্রার্থীর মনোনয়ন জমা

আরো খবর

কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥ যশোর পল্লী বিদ্যুত সমিতির ৩ নং কেশবপুর ওয়ার্ডের এলাকা পরিচালক পদে ৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে কেশবপুর প্রেসকাবের ৫ জন সদস্য রয়েছেন। পি বি এস- মণিরামপুর-২ অফিস সূত্রে জানাগেছে, আগামী ২৪ জানুয়ারি কেশবপুর উপজেলার পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক পদে ৩ নং কেশবপুর ওয়াডের নির্বাচন। কেশবপুর উপজেলায় পল্লী বিদ্যুতের নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ৫১ হাজার ৩শ ৪১। কেশবপুর এলাকা পরিচালক পদে মনোনয়ন পত্র ক্রয়কারী ৭ জনই বুধবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ৫ জনই সাংবাদিক ও কেশবপুর প্রেসকাবের নির্বাহী কমিটির সদস্য। মনোনয়ন পত্র যারা ক্রয় করেছেন এর মধ্যে সাংবাদিক হলেন, কেশবপুর প্রেসকাবের সাধারণ সম্পাদক ও দৈনিক লোক সমাজ পত্রিকার কেশবপুর প্রতিনিধি জয়দেব চক্রবর্তী, সহ-সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি মোতাহার হোসাইন, কেশবপুর প্রেসকাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক কল্যাণ পত্রিকার কেশবপুর প্রতিনিধি আব্দুল্লাহ আল ফুয়াদ, কার্য নির্বাহী কমিটির সদস্য দৈনিক সময়ের খবর পত্রিকার প্রতিনিধি মেহেদী হাসান জাহিদ এবং কেশবপুর প্রেসকাবের সদস্য ও দৈনিক যশোর পত্রিকার বিশেষ প্রতিনিধি আ. শ. ম. এহসানুল হোসেন তাইফুর। এছাড়াও অপর দুজন জন প্রার্থী হলেন জি এম মিজানুর রহমান মিল্টন ও মজ্ঞুরুল আলম। পল্লী বিদ্যুতের কেশবপুর জোনাল অফিসের ডিজিএম আব্দুল লতিফ জানান, কেশবপুর, মজিদপুর, মঙ্গলকোট, পাঁজিয়া, গৌরীঘোনা, সুফলাকাটি, ত্রিমোহিনী, সাগরদাঁড়ি, বিদ্যানন্দকাটি, সাতবাড়ীয়া, হাসানপুর ইউনিয়ন ও কেশবপুর পৌরসভা ৩ নং এলাকার আওতাভূক্ত । মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ৩১/১২/২০২২ ইং তারিখ শনিবার। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ০২/০১/২০২৩ ইং সোমবার। মনোনয়ন এর আবেদনপত্র চূড়ান্তকরণ, চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ ও প্রতিক বণ্টন ০২/০১/২০২৩ ইং সোমবার। ভোট গ্রহনের তারিখ ২৪/০১/২০২৩ ইং সোমবার।

 

আরো পড়ুন

সর্বশেষ