শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কেশবপুর পৌর আ’ লীগের জাতীয় শোক দিবস পালন

আরো খবর

বিশেষ প্রতিনিধি:জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ১৬ আগস্ট সন্ধ্যায় কেশবপুর পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ এবং ১৪ আগস্ট সন্ধ্যায় কেশবপুর পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ পৃথক পৃথক ভাবে পালন করেছে। যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার কেশবপুর উপজেলার ১০৮ টি ওয়ার্ডে জাতীয় শোক দিবসের কর্মসূচী পালনের জন্য ৫ হাজার কেজি চাল ও নগদ ৬ লাখ টাকা প্রদান করেছেন।

কেশবপুর পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে পৌরসভা চত্ত্বরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গনভোজ অনুষ্ঠিত হয়েছে। ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের সদস্য পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ, সহ- দপ্তর সম্পাদক মনোজ তরফদার, কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জী, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ মশিয়ার রহমান, সাধারণ কার্ত্তিক সাহা, উপজেলা যুবলীগের আহ্বায়ক বি এম শহিদুজ্জামান শহিদ, উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক মুনছুর আলী, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, কেশবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেন ও আওয়ামী লীগনেতা আমানুর রহমান খান।
এদিকে ৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জালাল মোল্যার সভাপতিত্বে আলতাপোল তিন রাস্তার মোড়ে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গনভোজ অনুষ্ঠিত হয়েছে।

অপরদিকে ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্যানেল মেয়র মনোয়ার হোসেন মিন্টুর সভাপতিত্বে বাজিতপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গনভোজ অনুষ্ঠিত হয়েছে।
এছাড়াও কেশবপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এর আয়োজনে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮ তম শাহদ্ৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ১৫ আগস্ট দিনব্যাপী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকা অর্থনমিতভাবে উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, শোক রালি, জাতীয় শোক দিবসের উপর তাৎপর্যপূর্ণ আলোচনা সভা ও দোয়া মাহফিল। প্রতিষ্ঠানের অধ্যক্ষ আজিজুর রহমান খানের সভাপতিত্বে ও ভাষা প্রশিক্ষক ইমদাদুল হকের সঞ্চালনায় টিটিসির হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মনোজ তরফদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। আরো বক্তব্য রাখেন টিটিসির ট্রেইনার জামাল উদ্দীন ও হুমায়ুন কবির। দোয়া পরিচালনা করেন হাফেজ এমাজ উদ্দিন।

আরো পড়ুন

সর্বশেষ