শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

কোন বিচার প্রার্থী যেনো হয়রানীর শিকার না হয়-প্রধান বিচারপতি

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোরে বিচার প্রার্থীদের জন্য নির্মিতব্য বিশ্রামগারের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকালে প্রধান বিচারপতি হাসান ফযেজ সিদ্দিকী জেলা জজ আদালত প্রাঙ্গনে এই ভবনের ভিত্ত প্রস্তর উদ্বোধন করেন। ৫০ লাখ টাকা ব্যয়ে ভবনটি নির্মাণ করা হচ্ছে।

পরে তিনি বিচারক ও আইনজীবীদের সাথে মতবিনিময় করেন। এসময় তিনি দ্রুত বিচার নিস্পত্তির তাগিদ দিয়ে বলেন, কোন বিচার প্রার্থী যেনো হয়রানীর শিকার না হয়। তিনি বিচার কার্যে আদালত ও আইনজীবীদের মধ্যে সমন্বয় থাকার উপর গুরুত্বারোপ করেন।

সভায় অন্যান্যের মধ্যে সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম, স্পেশাল ট্রাইবুনাল জজ সামছুল আলম, নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক গোলাম কবির ,চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাহমিদা জাহাঙ্গীর, জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার, পুলিশ সুপার প্রলয় জোদ্দার, আনজীবী সমিতির সভাপতি মোঃ ইসহক ও সাধারণ সম্পাদক আবু মর্তজা ছোট উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ