শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কোন বিদেশী চাপের কাছে বঙ্গবন্ধু কন্যা মাথা নত করবে না – শাহিন চাকলাদার

আরো খবর

হাবিবুর রহমান হবি –
কেশবপুর ৬ আসনের নৌকা মার্কা প্রতিকের সংসদ সদস্য পদপ্রার্থী শাহিন চাকলাদার বলেছেন আমাদের মোনে রাখতে হবে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে আগামী ৭ তারিখে নৌকায় ভোট দিয়ে ষড়যন্ত্র কারীদের দাত ভাঙ্গা জবাব দিতে হবে কোন বিদেশী চাপের কাছে বঙ্গবন্ধু কন্যা মাথানত করবে না। বৃহস্পতিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর ৬ আসনের নৌকা মার্কা প্রার্থী শাহীন চাকলাদারের নির্বাচনী পথসভা কেশবপুর পাবলিক মাঠে তিনি একথা বলেন, উপজেলা আওয়ামী সভাপতি এস এম রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায়

কেশবপুর ৬ আসনের নৌকা মার্কা প্রার্থী শাহিন চাকলাদার বক্তব্য রাখেন। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর পৌর মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা মহিলা লীগের সাধারন সম্পাদক জ্যোৎস্না আরা বেগম মিলি সহ স্থানীয় ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগের নেতা কর্মিরা, সভার শুরুতেই কেশবপুর পাবলিক মাঠে লোকোরন্য হয়ে যায়, ব্যাপক জনাসমাগম দেখে শাহিন চাকলাদার আবেগে আপ্লুত হয়ে যান, সভা শেষে শোভাযাত্রা বের করার কথা থাকলেও ব্যাপক উপস্থিতির কারনে শোভাযাত্র বন্ধ করে দেওয়া হয়। সভায় সমস্বরে সবাই একবাক্যে জননেত্রী শেখ হাসিনার বরাদ্দকৃত যশোর ৬ আসনের প্রার্থী শাহিন চাকলাদারকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে তাকে বিজয়ী করার দূড় প্রত্যায় ব্যাক্ত করেন। সভায় শাহিন চাকলাদার বলেন শত্রু পক্ষ সড়যন্ত্র করছে ৭ তারিখে শত্রুদের দাতভাঙ্গা জবাব দিতে হবে। আপনারা আমাকে বিজয়ী করেন ও শেখ হাসিনার হাত কে শক্তিশালী করেন, নির্বাচিত হলে আমার প্রধান কাজ হবে কেশবপুরের জলাবদ্ধতা দুর করা।

আরো পড়ুন

সর্বশেষ