শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

কোন শ্রমিক আর অবহেলিত থাকবে না: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

আরো খবর

মণিরামপুর প্রতিনিধি: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি বলেছেন, শুধু মণিরামপুর না সমগ্র বাংলাদেশের কোন শ্রমিক আর অবহেলিত থাকবে না। প্রত্যেক শ্রমিকের ন্যায্য দাবি ও পাওনা সে অবশ্যই পাবে। তিনি মণিরামপুরের উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, অতিতের সকল রেকর্ড ব্রেক করে  এই উপজেলা এখন উন্নয়নে শীর্ষ পর্যায়ে রয়েছে। তিনি বলেন, মণিরামপুরে যেদিকে তাকাবেন উন্নয়ন আর উন্নয়ন। প্রাচীন জনপদের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে প্রধানমন্ত্রী যা দিয়েছেন তা প্রত্যাশার চেয়ে অনেক বেশি। তিনি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকার প্রার্থীর বিজয় নিশ্চিত করার আহবান জানান।
আন্তর্জাতিক মহান মে দিবস  উপলক্ষে সোমবার মণিরামপুরে শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। জাতীয় শ্রমিকলীগ মণিরামপুর উপজেলা ও পৌর শাখার এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে উপস্থিত ছিলেন মণিরামপুর পৌর সভার মেয়র কাজী মাহমুদুল হাসান, মণিরামপুর উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু,জেলা শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাবেদ আলী, সাধারণ সম্পাদক  নাসির উদ্দিন,  আওয়ামী লীগ নেতা  অ্যাড: বশির আহম্মেদ খান।
আলোচনা সভার সভাপতিত্ব করেন মণিরামপুর উপজেলা শ্রমিকলীগের আহবায়ক চিন্ময় মজুমদার  সঞ্চালনা করেন উপজেলা শ্রমিকলীগের সিনিয়র যুগ্ন-আহবায়ক  জাহাঙ্গীর হোসেন।
এসময়ে আরো উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন,পৌর শ্রমিকলীগের যুগ্ন-আহবায়ক গাজী মেহেদী হাসান, মণিরামপুর পৌরসভার মহাদেবপুর-গাংড়া ওয়ার্ডের কাউন্সিলর সুমন দাসসহ শ্রমিকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এর আগে সকাল ১০টায় মণিরামপুর উপজেলা পরিষদের সামনে থেকে উপজেলা ও পৌর শ্রমিকলীগের ব্যানারে ইমারত শ্রমিক,ফার্নিচার শ্রমিক,ইজিবাইক শ্রমিক সমিতি,বাস,ট্রাক,টেগার শ্রমিক সমিতিসহ বিভিন্ন শ্রমিকদের অংশগ্রহণে এক বর্নাঢ্য র‌্যালি বের হয়।র‌্যালিটি মণিরামপুর বাজারের মেইন রোড দিয়ে গরুহাট মোড় প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তনের সামনে এসে শেষ হয়।
আলোচনাসভা শেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণ এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

আরো পড়ুন

সর্বশেষ