প্রতিনিধি:
“দেশের সম্পদ কোরবানীর চামড়া, লবণ দিয়ে রক্ষা করবো আমরা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর কোরবানীর পশুর হাটে লবণ বিতরণ করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় বিসিক যশোর কার্যালয়ের উদ্যোগে রাজারহাট কোরবানীর পশুর হাটে এ লবণ বিতরণ করা হয়।
যশোর বিসিকের উপ-মহাব্যবস্থাপক গোলাম হাফিজ জানান, চামড়া দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ এবং দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত। কোরবানীর সময়ে চামড়ার সুষ্ঠু প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও ব্যবস্থাপনার জন্য আমরা চামড়া ব্যবসায়ীদের মধ্যে লবণ বিতরণ করা হয়েছে। এবং দেশের এই গুরুত্বপূণ সম্পদ যাতে পচে না যায় সেজন্য কোরবানীর পশুর হাটের চামড়া ব্যবসায়ী ও সাধরণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়।
যশোর জেলায় প্রতিটি পশুর হাটে চামড়া ব্যবসায়ী ও সাধরণ মানুষের মধ্যে প্রায় ৩শ’ কেজি লবণ বিতরণ করেন বিসিক যশোর।
এসময় উপস্থিত ছিলেন বিসিক যশোরের শিল্পনগরী কর্মকর্তা মেহেদী হাসান, রামনগর ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ হাসান লাইফসহ প্রমুখ।

