শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিতাড়িত করেছে বিএনপিই

আরো খবর

বিএনপিই দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজনীতি থেকে বিতাড়িত করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার বিকেলে রাজধানীর ৩২ নম্বরে মহিলা আওয়ামী লীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কাদের এ মন্তব্য করেন।

কাদের বলেন, খালেদা জিয়ার রাজনীতি নিয়ে বিএনপির মাথাব্যথা আছে। আদালত যদি তাকে রাজনীতি করার সুযোগ দেয়, আওয়ামী লীগের তাতে সমস্যা নেই।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির হৃদয়ে পাকিস্তান, মুখে বাংলাদেশ।

এ সময় জামানত বাজেয়াপ্ত নিয়ে দম্ভোক্তি না করে নির্বাচনে এসে প্রমাণ করার আহ্বান জানান ওবায়দুল কাদের।

মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শবনম জাহান শিলাসহ ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

আরো পড়ুন

সর্বশেষ