কেশবপুর প্রতিনিধি: দেশব্যাপী চলমান সকল প্রকার ধর্ষণ, চাঁদাবাজি, সহিংসতা, নৃশংস খুন ও যখমের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেশবপুর শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে কেশবপুর ত্রিমোহিনী মোর চত্বরে ছাত্রনেতা মিরাজ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন ছাত্রনেতা ইমন হোসেন, ছাত্রতা খায়রুল ইসলাম, ছাত্রনেতা বোরহানউদ্দিন প্রমূখ।
বিক্ষোভ সমাবেশের পূর্বে একটি প্রতিবাদ মিছিল কেশবপুর শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ শেষে ত্রিমিনী মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

