রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

খেদাপাড়ায় আব্দুল হকের পক্ষে ব্যাপক সাড়া

আরো খবর

জি.এম.বাবু

ভোটের দিন যত এগিয়ে আসছে মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক স্বতন্ত্র প্রার্থী এস.এম আব্দুল হকের আনারস প্রতীকের পক্ষে ততই সাড়া পড়ছে। ২৮ নভেম্ববর খেদাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকে ভোট দিয়ে সৎ যোগ্য ব্যক্তি ও বিশিষ্ট সমাজসেবক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এস.এম আব্দুল হককে তৃতীয় বারের মত বিজয়ী করবেন বলে জানিয়েছেন। এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে আনারস প্রতীকের প্রার্থী এস.এম. আব্দুল হক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেশ জোরেসোরে প্রচার প্রচারনা চালাচ্ছেন। সচেতন মহল মনে করেন এ ইউনিয়নে প্রচার প্রচারনার শীর্ষস্থানটি ধরে রেখেছেন আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গরীব দুঃখি অসহায় মানুষের বন্ধু বার-বার নির্বাচিত চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এস.এম.আব্দুল হক। খেদাপাড়া অঞ্চলের প্রত্যেকটা হাট-বাজার ও গ্রামে গ্রামে আনারস প্রতীকের ব্যানার ও পোষ্টারে ছেয়ে গেছে। এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস.এম আব্দুল হক একজন সৎযোগ্য ব্যক্তি হওয়ায় কারনে ভোটাররা তাকে ভোট দেয়ার জন্য প্রস্তুত রয়েছে বলে এলাকার ভোটারদের সাথে আলাপকালে জানা যায়।
এব্যাপারে কথা হয়, খেদাপাড়া ইনিয়নের সাধারন ভোটার ব্যবসায়ী শামীম রেজা, খড়িঞ্চি গ্রামের ব্যবসায়ী সাইফুল ইসলাম, হেলাঞ্চি গ্রামের সম্জসেবক আইউব হোসেন ও রাজনীতিবিদ বিকাশ বিশ্বাসের সাথে তারা জানান, নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই আনারস প্রতীকের ভোটার বাড়ছে। কারন হিসেবে ভোটাররা মনে করেন, যারা মনে প্রাণে খেদাপাড়া অঞ্চলের একমাত্র নেতা ও আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এস.এম আব্দুল হককে ভালবাসেন এবং ভোটও দেবে না।
এদিকে ২১ নভেম্বর বিকালে আনারস প্রতীকের সহস্্রাধিক নেতাকর্মী, সমর্থক ও ভোটারকে সাথে নিয়ে স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট সমাজসেবক এস.এম আব্দুল হক, খেদাপড়া, খড়িঞ্চি, হেলাঞ্চি, কাঁঠালতলা, টেংরামারি, চানপুর মাঝিয়ালি, গালদাসহ ৯টি ওয়ার্ডের ১৪ টি গ্রামে আনারস প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করে গনসংযোগ করেন।
এসময় এস.এম. আব্দুল হকের পক্ষে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে আসেন। এতে খেদাপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থীর আনারস প্রতীকের পক্ষে ব্যাপক সাড়া পড়ে যায়। এব্যাপারে কথা হয়, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এস.এম আব্দুল হকের সাথে তিনি অভিযোগ করে এ প্রতিনিধিকে বলেন গতকাল মাহমুদকাটি গ্রামের গোলাম মাওলাকে সোহরাব মোড়ে প্রকাশ্যে হুমকি দিয়েছে । এমনকি ভোটের দিন ভোট কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর কোন এজেন্ট থাকবে না এবং কোন ভোটার যাতে ভোট কেন্দ্রে না যায় সে জন্য ও হুমকি ধামকি দেয়া হচ্ছে। এব্যাপারে আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী এস.এম আব্দুল হক দ্রুত পুলিশ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ