জি.এম.বাবু. রাজগঞ্জ
আগামী ২৮ নভেম্বর আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনিরামপুর উপজেলার ৭ নং খেদাপাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসাবে গণসংযোগ শুরু করেছেন তরুন রাজনীতিবিদ ও বিশিষ্ট ব্যবসায়ী আজিবর রহমান। দলমত নির্বিশেষে খেদাপাড়া ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন পাওয়ার পর থেকেই মাঠে নেমেছেন জনপ্রিয় এ নেতা।
বরাবরই খেদাপাড়া ইউপির নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে আসছেন বিএনপির প্রার্থীরা। যে কারণে খেদাপাড়া ইউনিয়ন ধরে রাখতে বিএনপির প্রার্থী আজিবার রহমানের বিকল্প নেই বলে মনে করেন ভোটাররা। এছাড়া নিজ নির্বাচনী এলাকায় অনেক উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে সরাসরি সম্পৃক্ত তরুন জনপ্রিয় এ নেতা । তবে বৃহত্তর এ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির দলীয় সমর্থন আজিবর রহমানের পক্ষে থাকায় তার অবস্থান অপেক্ষাকৃত ভাল।
জয় নিশ্চিত করতে সকাল থেকে রাত পর্যন্ত বেশ জোরেসরে গণসংযোগ চালাচ্ছেন তিনি। তার এই গণসংযোগে এলাকার ব্যবসায়ী, শিক্ষক, চাকুরিজিবী, কৃষক, দিনমজুর, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। ভোটাররা তাদের প্রতিক্রিয়ায় জানিয়েছেন, এই জনপদের গরীব, দুঃখী খেটে খাওয়া অসহায় মানুষের বন্ধু আজিবর রহমানের প্রচার প্রচারনায় অনেক এগিয়ে।
গতকাল তিনি হেলাঞ্চি, সাগরা, খড়িঞ্চি, গালদা, দীঘিরপাড় ও তালতলা এলাকায় গণসংযোগ করেন। এসময় দলীয় নেতাকর্মী ও অসংখ্য চশমা প্রতীকের সমর্থক তার সাথে উপস্থিত ছিলেন।
এসময় তিনি প্রতিটা এলাকার দোকানপাট, রাস্তাঘাট, বাজার এমনকি বাড়ি বাড়ি গিয়ে ভোটারসহ স্থানীয় জনগনের সাথে কুশল বিনিময় করে চশমা প্রতীকে ভোট চান। এসময় তিনি এ প্রতিনিধিকে জানান, তিনি নির্বাচিত হলে খেদাপাড়া ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়নে পরিণত করবেন।

