শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

খেলাধুলায় যশোরের গৌরব উজ্জল ইতিহাস রয়েছে- প্রতিমন্ত্রী স্বপন ভূট্টাচার্য্য

আরো খবর

র্নিজস্ব প্রতিবেদক:
পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভূট্টাচার্য্য বলেছেন, যশোরে ইতিহাস ঐতিয্য এবং খেলাধুলায় গৌরব উজ্জল ইতিহাস রয়েছে। বরাবরই এখানকার তরুণরা তাদের মেধা ও শ্রম দিয়ে জাতীয় পর্যায়ে দক্ষতার স্বাক্ষর রেখেছে। তিনি বলেন, সরকার একটি সমৃদ্ধশালী জাতি গঠনে তরুণদের মেধাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে নিরালসভাবে কাজ করছে সরকার।শক্রবার বিকালে যশোর প্রেক্লাব ভবনে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদকে দেয়া সংবর্ধনা সভায় তিনি এসব কথা বলেন।
সাংসদ কাজী নাবিল আহমেদ জাতীয় ক্রীড়া পদক পাওয়ায় যশোর জেলা ক্রীড়া সংস্থার কাউন্সিলরবৃন্দ ও জেলা ফুটবল এ্যাসোসিয়েশন এই সংবর্ধনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে বাফুফের সহ-সভাপতি সংসদ সদস্য নাবিল আহম্মেদকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানানো হয়। সভায় কাজী নাবিল আহম্মেদ বলেন, যশোরে বিশ^মানের স্টেডিয়াম তৈরি করতে চাই। তার জন্য জমির দেখা শোনা চলছে, যশোরকে খুলনা বিভাগে প্রাণ কেন্দ্র হিসাবে গড়ে তোলা হবে। এর জন্য যা যা করা দরকার তোর কোন কমতি রাখা হবে না। তিনি বলেন, খেলাধুলায় যশোরকে এগিয়ে নিতে ফুটবল,ক্রিকেট,ভলিবলসহ সকল খেলোয়াড় সংগঠকদের এগিয়ে আসতে হবে। সবাইকে নিয়ে একটি টিম গঠন করে যশোরেকে এগিয়ে নিতে হবে। এসময় জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও ক্রীড়াসংস্থার কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ