শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

গণভোটে উদ্বুদ্বকরণে অভয়নগরে উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শন

আরো খবর

প্রেস বিজ্ঞপ্তি:যশোর জেলা তথ্য অফিস এর উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চাপাতলা বাহিরঘাট গ্রামের মাসুম মাস্টারের বাড়ির প্রাঙ্গণে রবিবার বিকালে উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়।

 

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো: রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব মাহমুদ বিশ্বাস, মাস্টার মাসুম বিশ্বাস, নারী উদ্যোক্তা ফারজানা আফরোজ। অনুষ্ঠান উপস্থাপনা ও সভাপতিত্ব করেন যশোর জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক এলিন সাঈদ-উর রহমান।

 

উঠান বৈঠক এ প্রায় ১৫০ জন নারী উপস্থিত ছিলেন।উঠান বৈঠক শেষে গণভোটে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

আরো পড়ুন

সর্বশেষ