শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

গৃহবধূর ঘর থেকে প্রেমিকের লাশ উদ্ধার, স্বামী-স্ত্রী আটক

আরো খবর

একাত্তর ডেস্ক: মাদারীপুরের রাজৈরে এক গৃহবধূর ঘর থেকে প্রেমিক শাহাজালাল খলিফার (৪০) লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার বদরপাশা ইউনিয়নের চর বদরপাশা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহাজালাল চর বদরপাশা গ্রামের হোসেন খলিফার ছেলে। এ ঘটনায় গৃহবধূ সোনিয়া বেগম (২৫) ও তার স্বামী ইব্রাহিম হাওলাদারকে (৩৫) আটক করেছে রাজৈর থানা পুলিশ।

 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চর বদরপাশা গ্রামের ভ্যানচালক ইব্রাহিমের স্ত্রী সোনিয়ার সঙ্গে শাহজালালের পরকীয়া প্রেমের সম্পর্ক ছিল। দীর্ঘ ৫ বছর ধরে স্বামীকে ঘুমের ওষুধ খাইয়ে অবৈধ শারীরিক সম্পর্ক করেন তারা। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে স্বামী ইব্রাহিমকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ান সোনিয়া। পরে গভীর রাতে ঘরে আসেন শাহজালাল।

কয়েক ঘণ্টা পর বেশ কয়েকবার বমি করেন তিনি। শাহজালাল গুরুতর অসুস্থ হয়ে পড়লে স্বামীকে ডেকে তোলেন সোনিয়া। তার এ অবস্থায় পুলিশে খবর দেন তারা। পরে তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
 

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত শাহজালালের পরকীয়া প্রেমিকা সোনিয়া বেগম (২৫) ও তার স্বামী ইব্রাহিম হাওলাদারকে (৩৫) আটক করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।

আরো পড়ুন

সর্বশেষ