শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

ঘূর্ণিঝড় রেমালে পাইকগাছা লন্ডভন্ড, নির্বাচন স্থগিত

আরো খবর

পাইকগাছা(খুলনা) থেকে আলাউদ্দীন রাজা:
পাইকগাছায় ঘূর্ণিঝড় রেমালে ভেড়িবাঁধ ভেঙ্গে ১০ টি ইউনিয়নের হাজার হাজার বিঘার চিংড়ি ঘের ভেসে কোটি কোটি টাকার মাছ ক্ষতি হয়েছে। জেলা ও উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন।পানিবন্দী হয়ে পড়েছে ১০টি ইউনিয়নের প্রায় দেড় লক্ষাধিক মানুষ।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। সরোজিন ঘুরে দেখা যায় পাইকগাছা উপজেলার সোলাদানা ইউনিয়নের বাজার সংলগ্ন পাইকগাছা মেইন সড়কের স্লুইচ গেট নামক স্হান ভেঙ্গে উপজেলার ও জেলার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া সোলাদানা ইউনিয়নের ১৩টি স্হান ভেঙ্গে গেছে বলে জানিয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক।

এছাড়া, উপজেলার গড়ইখালী, দেলুটি, সোলাদানা, লস্কর, লতা ও কপিলমুনি ইউনিয়নের দুর্বল ভেড়িবাঁধ ভেঙ্গে লবন পানিতে প্লাবিত হয়েছে।ভেসে গেছে চিংড়ি ঘের ও বাড়িঘর। ডুবে গেছে পুকুর। ক্ষতি হয়েছে কোটি কোটি টাকার সম্পদ।পানি উন্নয়ন বোর্ড ও স্হানীয় ইউপি চেয়ারম্যানরা দুর্বল ভেড়িবাঁধ গুলি মেরামত করার চেষ্টা করলেও অতিরিক্ত জোয়ারের পানিতে ওয়াপদা ছাপিয়ে পোল্ডার অভ্যন্তরে পানি প্রবেশ করায় দুর্বল ভেড়িবাঁধ গুলি ভেঙ্গে যায়। গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি এম আব্দুস ছালাম কেরু জানান, উপজেলা পাউবোর ১০/১২ নং ফোল্ডারে শিবসা নদীর পাড়ে খুদখালী নামক স্হানে পানি উন্নয়ন বোর্ডের ভেড়িবাঁধ ভেঙ্গে যায়।

এলাকাবাসির সহযোগিতায় ভেঙ্গে যাওয়া স্হানটি জিও ব্যাগ দিয়ে আটকানো হয়েছে। লস্কর ইউপি চেয়ারম্যান কে,এম আরিফুজ্জামান তুহিন জানান, আমার ইউনিয়নের আটটি স্হানের বাঁধ ভেঙ্গে গেছে। দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান,আমার ইউনিয়ন চারটি দ্বীপ নিয়ে গঠিত। তার মধ্যে পাউবোর ২০,২০(১)ও ২১ নং পোল্ডারে প্রায় ১৩টি স্হান ভেঙ্গে গেছে। লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস জানান তার ইউনিয়নে পাউবোর ১৮/১৯ নং পোল্ডারে হাড়িয়া,লতা ও পুতলাখালীর কয়েক স্হানে ওয়াপদার ভেড়িবাঁধ ভেঙ্গে গেছে।

 

এদিকে খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান ক্ষতিগ্রস্হ এলাকা পরিদর্শন করে বাঁধ মেরামতের কাজ তদারকি করছেন। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন জানান,ক্ষতিগ্রস্হ বাঁধ গুলো উপজেলা প্রশাসন,পানি উন্নয়ন বোর্ড, স্ব স্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগনের সার্বিক সহযোগিতায় ও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে বাঁধ মেরামতের কাজ চলমান রয়েছে। আর সাধারণ মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা অব্যাহত রয়েছে। এ বুধবারের উপজেলা পরিষদ নির্বাচন নির্বাচন কমিশন স্থগিত করেছে।

 

আরো পড়ুন

সর্বশেষ