রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

ঘূর্ণিঝড় ‘হামুন’ ধেয়ে আসছে

আরো খবর

কক্সবাজারের সেন্টমার্টিনে ঘূর্ণিঝড় ‘মোখা’ ছোবল মেরেছিল গত মে মাসে। কয়েক মাস পর বঙ্গোপসাগরে আবার সৃষ্টি হয়েছে ঘূর্ণিঝড়। এবার বাংলাদেশের উপকূলে ধেয়ে আসছে ‘হামুন’। ঘূর্ণিঝড়টি ততটা শক্তিশালী হবে না বলে ধারণা করছেন আবহাওয়াবিদরা। আবার যে কোনো মুহূর্তে গতি বদলে বড় ক্ষতি বয়ে আনতে পারে– সেই শঙ্কা মাথায় নিয়েই উপকূলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি গতকাল সোমবার বিকেলে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। আগামী‌ বৃহস্পতিবার বাংলাদেশের উপকূল অতিক্রম করার সময় এটি দুর্বল হয়ে ফের নিম্নচাপ বা গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল ঢাকাসহ সারাদেশে বৃষ্টি ঝরেছে। ঘূর্ণিঝড়টির অগ্রভাগ গতকাল রাতেই বাংলাদেশের উপকূলীয় এলাকায় প্রবেশ করেছে। আগামী দুই দিন উপকূলসহ সারাদেশে ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টির আশঙ্কা আছে। দেশের তিনটি বন্দর ও উপকূলে ৪ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। রাজধানী‌ ঢাকায় গতকাল দুপুর ১টার দিকে একপশলা বৃষ্টি হলেও আড়াইটার পর মুষলধারে বৃষ্টি হয়েছে।‌‌ এতে যানজটে দুর্ভোগে পড়েন নগরবাসী।

কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ে আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক এবং আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ বলেন, আমেরিকার নৌবাহিনী পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার থেকে পাওয়া তথ্য অনুসারে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে বঙ্গোপসাগরে অবস্থিত গভীর নিম্নচাপটি শক্তি অর্জন করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় পরিমাপ করা হয়েছে প্রায় ৬৫ কিলোমিটার; দমকা হাওয়াসহ যা ঘণ্টায় প্রায় ৮৩ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। ঘূর্ণিঝড়টি সর্বশেষ ছয় ঘণ্টায় প্রায় ১৩ কিলোমিটার বেগে উত্তর দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রের চারপাশের সমুদ্রের পানিতে ১৫ ফুট উচ্চতার ঢেউ পরিমাপ করা হয়েছে।

ঘূর্ণিঝড়টির গতিপথ ও গতির বৈশিষ্ট্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, আজ মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত হামুন ঘূর্ণিঝড়ের শক্তি নিয়ে টিকে থাকবে। আজ দুপুরের পর ঘূর্ণিঝড়টি অগভীর ও কম তাপমাত্রার সমুদ্রের পানির ওপরে পৌঁছাবে। ফলে দুপুর ১২টার পর থেকে ঘূর্ণিঝড়টি আবারও দুর্বল হতে থাকবে। মঙ্গলবার দুপুর ১২টার পর থেকে বুধবার ভোর ৬টার মধ্যে ঘূর্ণিঝড়টি শক্তি ক্ষয় করে আবারও গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা নির্দেশ করছে আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো। বুধবার ভোর ৬টার পর থেকে দুপুর ১২টার মধ্যে ঘূর্ণিঝড় হামুন গভীর নিম্নচাপ থেকে আরও কিছুটা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী রোববার পূর্ণিমার প্রভাবে জলোচ্ছ্বাস স্বাভাবিকের চেয়ে ৭ ফুট বেশি হওয়ার শঙ্কা রয়েছে।

ভারতের আবহাওয়া দপ্তরের বুলেটিনে বলা হচ্ছে, ঘূর্ণিঝড়টি বুধবার বাংলাদেশের পটুয়াখালীর খেপুপাড়া ও চট্টগ্রামের মধ্যবর্তী উপকূল অতিক্রম করতে পারে।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, ঘূর্ণিঝড় অনেক সময় এর গতিবেগ ও গতিপথ বদল বা একই জায়গায় আবর্তন করতে পারে। ফলে উপকূল অতিক্রমের সময় এদিক-ওদিক হতে পারে।

জাপানভিত্তিক সংস্থা জয়েন টাইফুন সেন্টার এবং ভারতের আবহাওয়া অধিদপ্তর থেকেও ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকূলের দিকে এগোচ্ছে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে এটি কী পরিমাণে শক্তি নিয়ে আসবে, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেনি সংস্থা দুটি।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে গতকাল ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে উপকূলীয় এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হয়েছে। সাগর উত্তাল রয়েছে। আগামী দুই-তিন দিন চট্টগ্রাম,এলাকা খুলনা ও বরিশালের উপকূলীয় সেই সঙ্গে ঢাকা ও দেশের অন্যান্য অঞ্চলে টানা বৃষ্টি হতে পারে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে, যাতে অতি অল্প সময়ের নির্দেশে তারা নিরাপদ আশ্রয় যেতে পারে। সেই সঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আজ বেলা ১১টায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) বাস্তবায়ন বোর্ডের জরুরি সভা ডাকা হয়েছে। সভা শেষে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান সাংবাদিকদের ব্রিফ করবেন।

এদিকে সাগরে সতর্ক সংকেত দেওয়ার পরপরই বরগুনার পাথরঘাটায় মাইকিং করে স্থানীয়দের সতর্ক করছেন কোস্টগার্ড সদস্যরা। ঘূর্ণিঝড়টি মোংলা সমুদ্র উপকূলের সবচেয়ে কাছাকাছি থাকায় এই আগাম প্রচারণা শুরু করেন তারা।

ঘূর্ণিঝড়ের খবরে উদ্বেগ-উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের উপকূলীয় এলাকাগুলোতে। জীর্ণ ও ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ নিয়েই মূলত তাদের উৎকণ্ঠা। কারণ আগের ঝড়গুলোতে যতটা না ক্ষতি হয়েছে, তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে ঝড়ের প্রভাবে বেড়িবাঁধ ভেঙে।

ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে খুলনা জেলা প্রশাসন। জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন জানান, ৪০৯ সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। এগুলোতে প্রায় ২ লাখ ৭৪ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে। মৌখিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

এদিকে সেন্টমার্টিনে অবস্থানরত সব পর্যটককে তিনটি জাহাজে করে টেকনাফে ফিরিয়ে আনা হয়েছে। আজ মঙ্গলবার থেকে সেন্টমার্টিন অভিমুখে জাহাজসহ সব ধরনের নৌ-চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা আদনান চৌধুরী।

পিরোজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৬০ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখার পাশাপাশি পর্যাপ্ত শুকনো খাবার রাখা হয়েছে। রেড ক্রিসেন্ট সোসাইটি, সিপিবিসহ কয়েকটি সংগঠনের শতাধিক স্বেচ্ছাসেবক জরুরি অবস্থায় সেবা দিতে প্রস্তুত আছেন।

আবহাওয়াবিদ মো. আব্দুর রহমান খান জানান, গভীর নিম্নচাপটির গতিপথ এখন পর্যন্ত বাংলাদেশের দিকে থাকলেও এটি শক্তি বাড়িয়ে শেষ পর্যন্ত উপকূলের দিকে আসতে পারবে কিনা, তা এখনও নিশ্চিত নয়। ঝড়টি বাংলাদেশ বা ভারতের দিকে আসুক বা না আসুক, এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী দুই-তিন দিন চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগে টানা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রাজধানীসহ দেশের অন্য এলাকায়ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ