শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

চতুর্থ বাবের মত শ্রেষ্ট পুলিশ সুপার হলেন কাজী  মনিরুজ্জামান 

আরো খবর

সাতক্ষীরা প্রতিনিধিঃ অপরাধ দমন কর্মকান্ডে সফল হওয়ার কারনে  টানা চতুর্থবারের মত খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার  কাজী মনিরুজ্জামান।
শনিবার সকালে খুলনা রেঞ্জ ডিআইজি মঈনুল হক শ্রেষ্ঠ জেলা পুলিশ সুপার হিসাবে কাজী  মনিরুজ্জামানকে সন্মাননা ক্রেষ্ট তুলে দেন। ওই সময়  সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান টানা অষ্টম বারের মত রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল হিসাবে  সন্মাননা প্রদান করা হয়।
এছাড়া রেঞ্জের মধ্যে রেকর্ডব্রেক পরিমান মাদক , অস্ত্র উদ্ধার, সাজাপ্রাপ্ত আসামী আটক ও অপরাধ দমনে বিশেষ অবদান রাখায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ থানা হিসাবে কলারোয়া থানার ওসি মোহা মোস্তাফিজুর রহমান  চতুর্থ বারের মত সন্মাননা প্রদান করা হয়। এসময়  উপস্থিত ছিলেন, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো: নিজামুল হক মোল্যা, জয়দেব চৌধুরী, নওরোজ হাসান তালুকদারসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। জানাগেছ, চলতি বছরের জুন মাস থেকে কাজী মনিরুজ্জামান  রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে  তাঁর কৃতিত্বের স্থান ধরে রেখেছেন।
এছাড়া চলতি মাসের অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ জেলা, শ্রেষ্ঠ সার্কেল, শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ এসআই এবং শ্রেষ্ঠ এএসআই এর কৃতিত্ব অর্জন করেছে সাতক্ষীরা জেলা  পুলিশ।

আরো পড়ুন

সর্বশেষ