শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

চলে গেলেন সাংবাদিক নেতা শাহাবুদ্দিন আলম

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোরের সাংবাদিক নেতা সৈয়দ শাহাবুদ্দিন আলম ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) বুধবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। গত মঙ্গলবার ছিল তাঁর জন্ম দিন। এর একদিন পর মারা গেলেন তিনি।

 

সৈয়দ শাহাবুদ্দিন আলম বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য, দৈনিক সত্যপাঠ পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন। তিনি প্রেসক্লাব যশোরের সদস্য এবং নেতাও নির্বাচিত হয়েছিলেন। জনপ্রিয় এই সাংবাদিকের মৃত্যুতে যশোরের গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শাহাবুদ্দিন আলম পেশাগত জীবনে সততা, দক্ষতা ও দায়বদ্ধতার দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে যশোরের সাংবাদিকতায় সক্রিয়ভাবে কাজ করে আসছিলেন। বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকা-েও তাঁর অংশগ্রহণ ছিল প্রশংসনীয়।

 

তাঁর মৃত্যুতে প্রেসক্লাব যশোরের নির্বাহী কমিটি গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এস এম তৌহিদুর রহমান বলেন, “আলম ভাই ছিলেন আমাদের সহকর্মীদের মধ্যে একজন অভিভাবকসুলভ ব্যক্তি। তাঁর মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে।
এদিকে গভীর শোক প্রকাশ করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)।

 

এক বিবৃতিতে জেইউজে’র সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। দৈনিক প্রজন্ম একাত্তর পরিবারের পক্ষ থেকেও গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। অপর এক বিবৃতিতে সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ সাংবাদিক শাহাবুদ্দি আলমের আকষ্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

 

আরো শোক প্রকাশ করেছেন দৈনিক সত্যপাঠ পত্রিকার উপদেষ্টা ইকবাল কবির জাহিদ,প্রকাশক মাছুমা আক্তার ও সম্পাদক আমিরুল আলম খান।

 

এছাড়া যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে এই সাংবাদিক নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে । আজ বেলা সাড়ে ১২ টায় তার মরদেহ প্রেসক্লাব চত্বরে আনা হবে এবং তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হবে বলে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন।

 

আরো পড়ুন

সর্বশেষ