শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

চলে গেলেন সুলতান স্যার

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: চলে গেলেন যশোরের বিশিষ্ঠ শিক্ষাবিদ ডা: আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের  প্রতিষ্ঠাকালীন প্রাক্তন অধ্যক্ষ সুলতান আহমেদ। মঙ্গলবার আনুমানিক দুপুর ৩ টা ৪৫ মিনিটে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর মৃত্যুতে কলেজ পরিবার গভীর ভাবে শোকাহত।
বুধবার সকাল ১১ টায় যশোর ঈদগাহ ময়দানে তাঁর নামাজে জানাজার পর  কারবেলা গোরস্থানে দাফন করা হবে।

এদিকেমানবাধিকার সংগঠন রাইটস যশোরের সাবেক সভাপতি ও বর্তমান নির্বাহী কমিটির সদস্য অধ্যক্ষ সুলতান আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়েছে। সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মোল্যা এবং সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ মল্লিক এই শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

আরো পড়ুন

সর্বশেষ