শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

চাঁদাবাজি মামলায় নওয়াপাড়া প্রেসক্লাবের সম্পাদক মফিজকে অপসারণ

আরো খবর

নিজস্ব প্রতিবেদক: যশোরের নওয়াপাড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি এস এম মুজিবুর রহমানের সভাপতিত্বে রোববার (০৩ আগষ্ট) সন্ধ্যায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমানের নামে চাঁদাবাজির অভিযোগ উত্থাপিত হওয়ায় তাকে সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ করা হয়েছে।

প্রেসক্লাবের জরুরী সভায় বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপদেষ্টা এস এম ফারুক আহমেদ, এস এম আবিদ হাসান, সিনিয়র সহ সভাপতি মোজাফফর আহমেদ, যুগ্ম সম্পাদক আশরাফ হোসেন প্রিন্স, সহ সম্পাদক সেলিম হোসেন, কোষাধ্যক্ষ মল্লিক খলিলুর রহমান, দপ্তর ও গণ সংযোগ সম্পাদক, শাহিন আহমেদ, ক্রীড়া সম্পাদক এম এম আলাউদ্দিন, সাহিত্য প্রকাশনা সম্পাদক জাকির হোসেন, তথ্য প্রযুক্তি ও আইন বিষয়ক সম্পাদক তারিম আহমেদ ইমন, সদস্য শেখ আসাদুল্লাহ আসাদ, হারুন অর রশিদ, সৈয়দ জাহিদ মাসুদ তাজ, গাজী আবুল হোসেন, রবিউল ইসলাম, আলাউদ্দিন খান হীরা, জসিম উদ্দিন বাচ্চু, আক্তারুজ্জামান, রাজয় রাব্বী, আবুল হোসেন, রনজিৎ কুমার, তাহিদ হাসান ওসামা।
সভায় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা দায়েরের ঘটনায় তাকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদ থেকে স্থায়ীভাবে অপসারণ ও কারণ দর্শানো নোটিশ প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, গত বছর ১২ ডিসেম্বর-২০২৪ সালে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া প্রেসক্লাবের দ্বি বার্ষিক সাধারণ নির্বাচন হয় মোট ১৩টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সভাপতি পদে এস এম মুজিবর রহমান (দৈনিক প্রবাহ) ও সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান (দৈনিক নয়া দিগন্ত)-কে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

 

আরো পড়ুন

সর্বশেষ