শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

চাঁদাবাজীসহ নানা অভিযোগ:বেনাপোল বিএনপি নেতা তবি বহিস্কার

আরো খবর

বিশেষ প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ গুরুতর অপরাধে জড়িত থাকা ও চাঁদাবাজীর সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে প্রস্তাবিত বেনাপোল পৌর বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও ৮নং ওয়ার্ড ছোটআঁচড়া ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক তবিবুর রহমান তবিকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

 

রোববার (০৫ অক্টোবর) যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে এই অব্যাহতি প্রদান করা হয়। একইসঙ্গে বেনাপোল পৌর বিএনপি ও তাদের অধীনস্ত ওয়ার্ড কমিটিগুলোর নেতাদের তার সঙ্গে কোনো সম্পর্ক না রাখতে নির্দেশ দেওয়া হয়েছে। তবির দলীয় শৃঙ্খলা ভঙ্গের অপরাধের বিষয়ে কোনো সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ না করা এবং জেলা বিএনপিকে অবহিত না করার জন্য বেনাপোল পৌর বিএনপির সভাপতি ও সম্পাদককে ৪৮ ঘণ্টার মধ্যে জেলা বিএনপির বরাবরে জবাবদিহি করার জন্য নির্দেশ প্রদান করা হলো।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি তবির বিরুদ্ধে বেনাপোল বাজারের আজিজ মিস্টান্ন ভান্ডার থেকে মোটা অঙ্কের টাকা চাঁদা আদায়ের অভিযোগে সমালোচনার সৃষ্টি হয়। তাছাড়া তার বিরুদ্ধে পৌর এলাকায় সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

 

 

চাঁদাবাজীর সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন খোকন স্বাক্ষরিত এক চিঠিতে তাকে বিএনপির সমস্ত পদ থেকে অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ