শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে যশোরে মানববন্ধন

আরো খবর

নিজস্ব প্রতিনিধি:
চাকরিতে আবেদনের বয়সসীমা ন্যুনতম ৩৫ করার দাবি জানিয়ে যশোরে মানববন্ধন করেছে বিভিন্ন বিশ^বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা। শনিবার প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এই মানববন্ধনে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
এসময় তারা বলেন, আন্তর্জাতিক মানদন্ড বজায় রেখে বাংলাদেশের চাকরি প্রত্যাশিদের আবেদনের বয়সসীমা ন্যুনতম ৩৫ বছর করতে হবে। ৩৫ প্রত্যাশি সাধারণ শিক্ষার্থীরা এই মানব বন্ধন আয়োজন করে।
মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি বিনম্্র শ্রদ্ধা এবং আহতদের সুস্থতা কামনা করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ছাত্র হুসাইন, এম এম কলেজের ছাত্র, হাসানুজ্জামান,কৃঞ্চ কুমার রায়, কাজল কুমার রায়, ওয়ালিয়ার আওয়াল, আব্দুল আজিজ ও ব্রজেল দাস, সিটি কলেজের আওয়াল ও মিজানুর রহমান।

আরো পড়ুন

সর্বশেষ