শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

চামড়া পাচার রোধে বেনাপোল সীমান্তে বিজিবির টহল জোরদার

আরো খবর

 বেনাপোল প্রতিনিধি :
 যশোরের বেনাপোলসহ শার্শা সীমান্ত দিয়ে ভারতে  কুরবানীর পশুর চামড়া পাচার রোধে সীমান্তে সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বাড়ানো হয়েছে টহল।  রয়েছে সব ধরনের প্রস্তুতি।
 বেনাপোল৷ পুটখালি দৌলতপুর গাতিপাড়া গোগা স্বািকারপুর সাদিপুর রঘুনাথপুর ধান্যখোলাসহ সীমান্তের বিভিন্ন এলাকায় বিজিবি টহলবৃদ্ধি সহ সব ধরনের ব্যাবস্থা গ্রহন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন যশোরর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী
এসপিপি,পিএসসি।
বিজিবি জানায়,গত কয়েক বছরের মতো এবারও পশুর চামড়া পাচার রোধে সীমান্তে সতর্কতা জারি করা হয়েছে। দেশে চামড়ার বাজার মন্দা থাাকায় চামড়া পাচার হওয়ার আশঙ্কা রয়েছে।
বিজিবি কর্মকর্তা জানায়,যশোরের যেসব সীমান্ত দিয়ে চামড়া পাচারের সম্ভবনা থাকে সেসব এলাকাকে বেশি নজরদারিতে রাখা হয়েছে। সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন সীমান্তে কড়া নজরদারি রাখা হয়েছে। বিশেষ করে রাতে টহল ব্যবস্থা  ঝুঁকিপূর্ণ সীমান্তগুলো চিহ্নিত করে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।
সীমান্তের বিভিন্ন সুত্রে জানায় ভারতের পশ্চিমবঙ্গে পাঁচ মণ ওজনের কোরবানি গরুর চামড়া চারশ’ থেকে ছয়শ’ রুপি ও ১০ মণ ওজনের গরুর চামড়া আটশ’ থেকে হাজার রুপি পর্যন্ত বিক্রি হচ্ছে বলে বিশেষ একটি সূত্র জানায়।
 অগ্রভুলোট, রুদ্রপুর, কাশিপুর, শিকারপুর, শালকোনা এবং শাহজাতপুর সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান তিনি।

আরো পড়ুন

সর্বশেষ