শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

চিতলমারীতে  অগ্নিকান্ডে ৪দোকান পুড়ে ছাই

আরো খবর

বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাটের চিতলমারীতে ভয়াবহ অগ্নিকান্ডে ৪টি দোকান পুড়ে সম্পূর্ন ভস্মিভুত হয়েছে। সোমবার (২৬ জুন) রাত আড়াইটার দিকে চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের বারাশিয়া বাজার এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে চিতলমারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততোক্ষনে চারটি দোকান পুড়ে ছাই হয়েছে।

 

চিতলমারী উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান শেখ নিজাম উদ্দিন অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। এ অগ্নিকান্ডে প্রায় ১৮ থেকে ২০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।

 

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক গোলাম সরোয়ার জানান, সংবাদ পেয়ে আমাদের চিতলমারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রন করে। যার ফলে বাজারের অন্যান্য দোকান গুলো রক্ষা পায়।

 

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা হলো, বিল্লাল ধানীর ফিড, ভূসি, চাল ও কীটনাশকের দোকান, মোঃ বাচ্চু শেখের মুদি ও পল্টি মুরগির দোকান, জিয়াবুর শিকদারের মোবাইল, ও জুতা স্যান্ডেলের দোকান এবং আমির আলী মোল্লার দোকান  পুড়ে ছাই হয়ে গেছে। ঘটনার পর চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও থানা পুলিশ অগ্নিকান্ডের স্থান পরিদর্শন করেছে।

 

চিতলমারী থানা অফিসার ইনচার্জ (ওসি) এ এইচ এম কামরুজ্জামান খান জানান, সংবাদ পেয়ে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে চারটি দোকান ঘর পুড়ে গেছে।

আরো পড়ুন

সর্বশেষ