শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

 চিতলমারীতে চিংড়ি ঘেরে বিষ দিয়ে ২০ লাখ টাকার মাছ নিধণ

আরো খবর

বাগেরহাট প্রতিনিধি:বাগেরহাটের চিতলমারীতে  ঘেরে বিষ দিয়ে প্রায় ২০ লক্ষাধিক টাকার চিংড়ি ও সাদা মাছ নিধণ করেছে দুবৃর্ত্তরা। এঘটনায় ঘের মালিক মানসিক ভাবে ভেঙ্গে পড়েছেন।
দীপঙ্কর (৪০), উপজেলার দানোখালী গ্রামের গৌর দাস মন্ডলের ছেলে। গত বছরেও তার ঘেরে বিষ দিয়ে প্রচুর টাকার মাছ নিধণ করা হয় বলে তিনি জানান। ১৯ আগষ্ট (বুধবার) গভীর রাতে উপজেলার দানোখালীর বিলে এঘটনাটি ঘটেছে।
দীপঙ্কর সাংবাদিকদের জানান, দানোখালী বিলে তার ছোট বড় বেশ কয়েকটি মৎস্য ঘের রয়েছে। তারমধ্যে একটা ১০ বিঘা, পাশাপাশি অপরটি ৫ বিঘা। চলতি মৌসুমে ১০ বিঘার ঘেরে ৬০ হাজার গলদা রেনু, ১ লাখ ১০ হাজার বাগদা চিংড়ি, ২২শত পুরনো চিংড়ি ও সাদা মাছ ছিলো। ৫ বিঘার ঘের টিতে ৩০০ পুরনো চিংড়ি, ৩০ হাজার বাগদা এবং ২৬ হাজার গলদা রেনু ছাড়া হয়।
ঘটনার রাতে ঘের পাহারাদার ব্যক্তিগত সমস্যার কারনে সেখানে যেতে না পারায় দুর্বৃত্তরা তাকে পথে বসিয়ে দেয়।
এতে দীপঙ্কর এর ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন। সময় মত পুরো মাছ বাজারে তুলতে পারলে ২৭ থেকে ২৮ লক্ষ টাকা ঘরে আসতো বলেও তিনি জানান। তিনি এখন লোন এবং মাছের খাবারের টাকা পরিশোধ করতে দুঃচিন্তায় পড়েছেন। স্থানীয় ঘের মালিক ও সাধারন মানুষের সাথে কথা হলে তারা জানান, বিষয়টি অত্যন্ত দুঃখজনক, পাশের কোন ঘেরের সামান্য মাত্র ক্ষতি হয়নি। কিন্তু এই ঘের দুটির পুরো মাছগুলো বিষ ক্রিয়ায় নিধণ হয়ে গেছে।
এব্যাপারে থানার অফিসার ইনচার্জ এএইচএম কামরুজ্জামান জানান, সদর ইউপি চেয়ারম্যান ঘটনাটি আমাকে জানালে সরেজমিনে পুলিশ পাঠাই। ক্ষতিগ্রস্তরা অভিযোগ দিলে ব্যবস্থা নেয়া হবে।

আরো পড়ুন

সর্বশেষ