শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

চুড়ামনকাটিতে ছুরিকাঘাতে যুবক জখম

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোরের চুড়ামনকাটিতে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে ইকবাল হোসেন (৩০) নামে এক মাদকসেবী জখম হয়েছেন। তিনি খামার বাগডাঙ্গা এলাকার সিরাজুল ইসলামের ছেলে। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সূত্র জানায়, ইবকাল হোসেন প্রতিদিন একই গ্রামের আমির হোসেনের ছেলে পলাশের কাছ থেকে বাকিতে ফেনসিডিল ও ইয়াবা সেবন করে আসছিল। রোববার বিকেলে ইকবাল বাজারে বাকিতে মাদক কিনতে পলাশের কাছে আসে। এ সময় পলাশ আগের বাকি টাকা চাইলে তাদের দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায় পলাশ ক্ষিপ্ত হয়ে ইকবালকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

জরুরি বিভাগের ডাক্তার সালাউদ্দীন বাবু জানান, আহতের শরীরের একাধিক স্থানে ছুরিকাঘাত করা হয়েছে। তাকে সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ