নিজস্ব প্রতিবেদক:জেমকন গ্রুপের চেয়ারম্যান, আজকের কাগজের প্রকাশক ও সম্পাদক, সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের পিতা অবসর প্রাপ্ত লেফটেন্যান্ট কর্ণেল কাজী শাহেদ আহমেদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) সদর উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতাকর্মীরা চুড়ামনকাটি বাজারে যশোর রোড়ের পাশে এ আয়োজন করেন।
আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মেহেদী হাসান মিন্টু। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবুল হোসেন খান ও জেলা যুবলীগের প্রচার সম্পাদক, পৌর কাউন্সিলর শেখ জাহিদ হোসেন মিলন।
সদর উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আখতারুজ্জামান টিটোর সঞ্চলনায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের অর্থ সম্পাদক ফিরোজ আলম, জেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি এস এম রবি সিদ্দিকী, সাধারণ সম্পাদক মীর আজাদ, কাশিমপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবর আলী বাবু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক ইনছার আলী, সাংগঠনিক সম্পাদক রাসেল রানা, প্রচার সম্পাদক কামরুল ইসলাম বিপ্লব, গ্রন্থাগার সম্পাদক মঈন উদ্দিন, সদর উপজেলা শাখা সাংগঠনিক সম্পাদক রাকিবুল আলম খান ও সদস্য সেলিম পারভেজ।

