নিজস্ব প্রতিবেদক: যশোরে মহাসড়ক সংলগ্ন হাট বাজার উন্নয়ন ও ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) উই কেয়ার ফেইস-১ প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। এলজিইডি’র উই কেয়ার ফেইস-১ প্রকল্প পরিচালক মমিন মজিবুল হক সমাজির সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
কর্মশালায় জানানো হয়, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, পাবনা, নাটোর হয়ে
সিরাজগঞ্জের হাটিকুমড়া পর্যন্ত ২৬০ কিলোমিটার মহাসড়ক চার লেনে উন্নীত হবে। মহাসড়ক উন্নয়ন কাজ
বাস্তবায়ন করবে সড়ক ও জনপথ বিভাগ। এই মহাসড়ক সংলগ্ন হাটবাজার উন্নয়ন ও ব্যবস্থাপনার ১০ বছর মেয়াদী
প্রকল্প বাস্তবায়ন করবে এলজিইডি। এই প্রকল্পের প্রথম ধাপে যশোর, মাগুরা, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার ১১টি
হাটবাজার উন্নয়ন ও ব্যবস্থানার কাজ শুরু হয়েছে। এই তালিকায় যশোরের চুড়ামনকাটি ও হৈবতপুর হাটবাজার
রয়েছে। ২০২৫ সালের জুনে চার জেলায় চলমান এ প্রকল্প সম্পন্ন হবে। এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ যোগাযোগ
ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে কৃষি পণ্য পরিবহন, বিপনন, বাজারজাতকরণ ও সংরক্ষণের ভৌত সুবিধা বৃদ্ধি করে আর্থ-
সামাজিক উন্নয়ন হবে। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তুষার কুমার পাল, এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক মঞ্জুরুল হক, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম। উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ দাস, ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুবুল আলম, যশোর সদরের সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, প্রেসকাব যশোরের সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টু, সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার জুয়েল মৃধা, প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম, দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান ইন্দ্রজিৎ রায় প্রমুখ।
চুড়ামনকাটি-হৈবতপুর হাটবাজার উন্নয়নে এলজিইডির মেঘা প্রকল্পে

