শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

চোরাই ইজিবাইকসহ চোরচক্রের তিন সদস্যকে আটক

আরো খবর

 নিজস্ব প্রতিবেদক:যশোরে র‌্যাব-৬ ক্যাম্পের সদস্যরা দুটি চোরাই ইজিবাইকসহ চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে। গত মঙ্গলবার যশোর সদর, মনিরামপুর এবং অভয়নগর এলাকা থেকে তাদের আটক করা হয়েছে।
আটক তিনজন হলো, যশোর সদরের সবুজ হাসান (৩০), আশিক হোসেন (৩০) এবং অভয়নগরের শামীম শাহাজী (৩৫)।
র‌্যাব জানিয়েছে, উল্লেখিত তিন আসামি অন্তঃজেলা চোরাই ইজিবাইক কেনাবেচা চক্রের সদস্য। গত মঙ্গলবার গোপন সূত্রে সংবাদ পেয়ে গত বুধবার দিবাগত রাতে মণিরামপুর উপজেলার জামজামি গ্রামে অভিযান চালিয়ে সবুজ হাসানকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে তথ্য পেয়ে আশিক হাসানকে আটক করা হয়। আশিকের হেফাজত থেকে একটি চোরাই ইজিবাইক জব্দ করা হয়। আশিকের কাছ থেকে তথ্য পেয়ে শামীম শাহাজীকে আটক করে তার কাছ থেকেও একটি চোরাই ইজিবাইক উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মণিরামপুর থানায় একটি মামলা হয়েছে। #

আরো পড়ুন

সর্বশেষ