শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

চৌগাছায় অস্ত্রের ভয় দেখিয়ে কৃষকের মোটরসাইকেল ছিনতাই

আরো খবর

ভ্রাম্যমাণ প্রতিনিধি:

যশোরের চৌগাছায় ডাকাতরা একদিকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল, অন্যদিকে দেশীয় অস্ত্রের মুখে এক কৃষকের মোটরসাইকেল ছিনতাই করেছে মুখোশধারী দুর্বৃত্তরা। বুধবার (৫ নভেম্বর) ভোরে উপজেলার নারায়নপুর ইউনিয়নের চাঁদপাড়া-বাদেখানপুর রোডের পান্তার মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

এতে ভুক্তভোগী কৃষক উজ্জ্বল হোসেন (৪০) ও তার ভাতিজা সাব্বির হোসেন (১৭) আহত হন। স্থানীয়রা চিৎকার শুনে দুজনকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন তারা।

ভুক্তভোগী বাদেখানপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে উজ্জ্বল হোসেন , প্রতিদিনের মতো ভোরে ঢেঁড়স ক্ষেতে সবজি জিসিবি আদর্শ কলেজের পেছনের মাঠে ঢেঁড়স তুলছিলেন তুলছিলেন তিনি। এসময় চারজন মুখোশধারী দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের মুখে তাকে ভয় দেখিয়ে মারধর শুরু করে। দায়ের উল্টো পাশ দিয়ে তার পিঠে আঘাত করে এবং তার সাথে থাকা ভাইপো সাব্বিরকেও পিটিয়ে আহত করে।

তিনি আরও বলেন, দুর্বৃত্তরা তার লাল রঙের প্লাটিনা মোটরসাইকেল (যার নম্বর: ঝিনাইদহ-হ-১৬-০২২৮) ছিনিয়ে নেয়। এরপর তাদের কাছে থাকা আরেকটি মোটরসাইকেলে দুজন এবং তার মোটরসাইকেলে দুজন বসে চারজনই বাদেখানপুরের রোডের দিকে চলে যায়। তিনি এ ঘটনায় থানায় জিডি করবেন বলে জানান।
এদিকে ঘটনার রাতে চৌগাছা-টু-মহেশপুর রোডের জিসিবি আদর্শ কলেজের পাশে
ফাঁকা স্থানে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতির ঘটনাও চালিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন । তবে পুলিশের তৎপরতার কারনে ডাকাতরা পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছেন।

 

 

তবে ভুক্তভোগী বাদেখানপুর গ্রামের উজ্জ্বল হোসেন জানান, প্রতিবছর ওই একই এলাকায় দু-চরবার ডাকাতি ঘটে। গতরাতে ডাকাতরা বড় কোনো ঘটনা ঘটাতে না পেরে বড়খানপুর গ্রামের এক ভাটা শ্রমিকের কাছ থেকে চারশ টাকা এবং বিচেলি কিনতে যাওয়া আরেক ব্যক্তির কাছ থেকেও তার কাছে থাকা সব টাকা ছিনিয়ে নিয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ