গোপীনাথ দাস:যশোরের চৌগাছায় আওয়ামী সমর্থক হাফিজুরের দুপা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসীরা। ৩রা ডিসেম্বর বিকাল ৫টার দিকে উপজেলার ভাদড়া যাত্রী ছাউনির সামনের মাঠে ডিপটিউবঅয়েলের কাছে তিনি হামলার শিকার হন। পেশায় রাজমিস্ত্রী হাফিজুর উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামের মৃত মোহাম্মদের ছেলে। বর্তমানে তিনি যশোর পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালে সাংবাদিকদের হাফিজুর জানিয়েছেন, ৩ ডিসেম্বর বিকাল ৫টার দিকে মুজুরির টাকা নিয়ে ভাদ্রা গ্রামের যাত্রী ছাউনির ওখান থেকে মাঠ দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। এমন সময় জাহাঙ্গিরপুর গ্রামের রবিউলের ছেলে সাইফুল (৩২), তেজের ছেলে শুকুর (২৮), কেতোর ছেলে শামসুল (৪২) রবিউলের ছেলে আরিফসহ আরো কয়েকজন তাকে আক্রমন করে।
প্রথমে সাইফুল এবং শুকুর তাকে রড দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দেয়। এরপরে তারা লোহার রড, দাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে হাফিজুরকে এলোপাতাড়ি মারতে থাকে। তারা মারতে মারতে তার দুপা হাটুর নীচ থেকে ভেঙ্গে ফেলে। হামলার সময় বারবার ক্ষমা চেয়েও রক্ষা পায়নি হাফিজুর। হাফিজুর বলেন আমার সাথে আমার গ্রামের বা আশেপাশের কোন গ্রামের কারো কোন শত্রুতা নেই শুধুমাত্র নৌকায় ভোট দেওয়াটাই আমার অপরাধ।
হাফিজুরের বিষয়ে জানতে চাইলে পঙ্গু হাসপাতালের প্রসেফর ডা.আব্দুর রউফ বলেন, আঘাতে তার দুপায়ের হাটুর নীচ থেকে ভেঙ্গেছে।
এ বিষয়ে চৌগাছা থানার ওসি (তদন্ত) কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, ঘটনার খবর শুনে আমি সেখানে পুলিশ পাঠিয়েছিলাম তবে এই ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

