ভ্রাম্যমাণ প্রতিনিধি:
যশোরের চৌগাছায় রান্নাঘরের চুলার আগুনে দগ্ধ হয়ে রেশমা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিন সন্তানের জননী রেশমা উপজেলার নারায়াণপুর ইউনিয়নের কেচমতখানপুর গ্রামের সামিরুল ইসলামের স্ত্রী।
শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
মৃত রেশমার স্বজনরা জানিয়েছেন, ২৯ ডিসেম্বর দুপুরে বাড়ির উঠানের চুলায় আগুন পোহাতে গিয়ে অসাবধানতাবশত রেশমার শাড়িতে আগুন লেগে যায়। এসময় দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩জানুয়ারি তার হয়।চৌগাছা থানার ওসি রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

