শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

চৌগাছায় কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ৫০ একর জমির ধান কর্তন

আরো খবর

শ্যামল দত্ত চৌগাছা যশোর প্রতিনিধি:যশোরের চৌগাছায় কৃষি প্রণোদনা হিসাবে কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ৫০ একর কৃষি জমিতে বোরো ধান কর্তনের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে দশটার উপজেলার সিংহঝুলী ইউনিয়নের মশিউরনগর মাঠে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক দীপক কুমার রায়।

এসময় উদ্বোধনীর পর উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহা। উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা কৃষি সম্প্রসারণ খামারবাড়ির উপপরিচালক ড. সুশান্ত কুমার তরফদার। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন।

এ সময় উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শামিম খানসহ সকল উপ-সহকারী কৃষি কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কম্বাইন হারভেস্টার মাধ্যমে ধান অল্প খরচে কোম সময়ে বেশি ধান কাটা ও বস্তা বন্দী করা
যায়।

আরো পড়ুন

সর্বশেষ