শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

চৌগাছায় কলেজ শিক্ষকের বিরুদ্ধে সরকারি রাস্তার জায়গা দখলের অভিযোগ

আরো খবর

চৌগাছা( যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় মেইন স্টান্ডের পুরতন সিনেমা হলের সামনে রাস্তা ও পৌর ড্রেনের জাগা দক্ষল করে অতিরিক্ত ছাদ নির্মাণ করছে এক কলেজের প্রভাষক লিটন হোসেন।

ঘটনা বিবরণ জানা যায় প্রভাবশালী কলেজের প্রভাষক লিটন হোসেন পৌর অনুমতি বাদে ২য় তলা বিল্ডিং করেছেন । কিছু দিন ধরে রাস্তা ভিতর বাড়তি ছাদ দেয়ার জন্য চেষ্টা চালাচ্ছিল। পরবর্তীতে এলাকার লোকজন বাধা দিলে নির্মাণ কাজ বন্ধ রাখে ছিল।

পরবর্তীতে সুযোগ বুঝে মেইন রাস্তার উপর অবৈধ ভাবে বাড়তি ছাদ নির্বাণ করেছেন। কলেজের প্রভাষক লিটন হোসেনের কাছে সরকারী মেইন রাস্তা দখল করে ছাদ দেওয়া কারণ জানতে চাইলে তিনি বলেন আমার পাশে সবাই সরকারী জায়গা দখল করে ভবন নির্মাণ করছে, এই জন্য বাড়তি ছাদ না দিলে বর্ষা মৌসুমীতে দোকান ঘরের ভেতর বর্ষার পানি চলে আসবে। এই জন্য বাড়তি স্বাদ নির্মাণ করেছি।

ওয়ার্ড কাউন্সিলর আতিয়ার রহমানের কাছে জানতে চাইলেন তিনি বলেন অবৈধ ভাবে সরকারী রাস্তা দখল করে ছাদ নির্মাণ করছে, আমাকে অভিহিত করিনি, অবৈধ সরকারি জায়গায় নির্মাণ করছে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। পৌর মেয়র কাছে ফোন দিলে তিনি ফোন ধরেননি।

আরো পড়ুন

সর্বশেষ