চৌগাছা (যশোর) প্রতিনিধি:যশোরের চৌগাছা উপজেলার ফুলসারা ইউনিয়নের সলুয়া মাঠে গরীব এক কৃষকের দুই বিঘা ধান কেটে দিয়েছেন কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দিনব্যাপী যুবলীগ নেতৃবৃন্দকে সাথে নিয়ে তিনি মাহবুবুর রহমান নামের কৃষকের এই ধান কেটে দেন।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মোতাবেক বোরো মৌসুমীতে এই দুর্যোগপূর্ণ আবওয়ায় সর্বদা অসহায় প্রান্তিক কৃষকদের পাশে থাকবো। তাদের কষ্টের সোনার ফসল প্রান্তিক কৃষকরা ঠিক সময়ে যেন মাঠ থেকে বাড়ি পৌছাতে পারে তার জন্য সর্বদা যুবলীগ নেতৃবৃন্দ তাদের পাশে থাকবে। তারই ধারাবাহিকতায় আজকের এই ধানকাটা কর্মসূচী। ”
কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আনোয়ার হোসেনসহ এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা হাসেম আলী, ইউপি সদস্য উজ্জল হোসেন, যুবলীগের রুবেল হুসাইন ,সেলিম হোসেন, আলমাছ, মিঠু, মনির হোসেন, বকুল হোসেন সহ উপজেলা যুবলীগ ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কৃষক মাহবুবুর রহমান রহমান জানান, ২ বিঘা ধান কাটা ও ধান সংরক্ষণ করে বাড়িতে পৌঁছানোর যে খরচ সে সক্ষমতা তার নেই। তিনি আরও জানান, সঠিক সময়ে ফসল ঘরে তুলতে পেরে যুবলীগ নেতৃবৃন্দের কর্মকান্ডে বেশ উপকৃত হয়েছি।
