নিজস্ব প্রতিনিধি: যশোরের চৌগাছা উপজেলা ফুলসারা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউর রহমান ঢালিকে মেরে হাত পা ভেঙে দিয়েছে সন্ত্রাসী লিটন ও তার বাহিনী।
বুধবার দুপুর আনুমানিক দুইটার দিকে ফুলসারা ইউনিয়নের চান্দ আফরা ঋষি বাড়ির সামনে এই হামলার ঘটনা ঘটে। জিয়া ঢালী ফুল সারা ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার ও ১ নং প্যানেল চেয়ারম্যান। বর্তমানে তিনি ওই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
যশোর আড়াইশো শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন জিয়ার ঢালী জানান, ইউনিয়ন পরিষদে কাজ শেষ করে দুপুর আনুমানিক দুইটার দিকে তিনি নিজ গ্রামে ফিরছিলেন। এমন সময় চান্দাপাড়া গ্রাম পার হলে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামি সন্ত্রাসী লিটন ও তার সঙ্গী জিয়া ঢালির পথ রোধ করে। এ সময় তারা জিয়ার কাছে চাঁদার টাকা দাবি করে। জিয়া টাকা দিতে অস্বীকার করলে সন্ত্রাসীরা লোহার রড ও জি আই পাইপ দিয়ে মেরে জিয়ার দুই পা ও বাম হাত ভেঙে দেয়।
এসময় জিয়ার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাকে ফেলে রেখে চলে যায়। তাকে প্রথমে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে যশোরে ২৫০ শয্যা হাসপাতালে রেফার করেন।
উল্লেখ্য এই লিটন তার ভাই টিটো যশোর পুলিশের তালিকাভুক্ত অস্ত্র ও মাদক ব্যবসায়ী ও শীর্ষ সন্ত্রাসী।

