শনিবার, ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৮শে রজব, ১৪৪৭ হিজরি

চৌগাছায় চাচাত ভাইয়ের লালসার শিকার ৮ম শ্রেণির ছাত্রী

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:যশোরের চৌগাছায় আপন চাচাত ভাইয়ের লালসার শিকার হয়েছে মাদ্রসার ৮ম শ্রেণির ছাত্রী। বর্তমানে সে ৭ মাসের অন্ত:সত্ত্বা। ঘটনা জানাজানির পর ধর্র্ষককে আটক করেছে পুলিশ।

পিবিআই, জানায় ওই মাদ্রসার ছাত্রীকে তার চাচাত ভাই নাজমুল তরফদার গতবছর ২০ আগস্ট তাদের বসত বাড়িতে ধর্র্ষণ করে। । ছাত্রীর মা পোশাক শ্রমিক। তিনি ঢাকায় থাকেন এবং তার পিতা থাকেন বিদেশে।এই সুযোগ নিয়ে বিভিন্ন সময় তাকে ভোগ করে আসছিল। সম্প্রতি তার মা গ্রামে আসার পর সে বিষয়টি জানায় এবং ডাক্তারি পরীক্ষায় দেখা যায় সে ৭ মাসের অন্ত:সত্ত্বা। এব্যাপারে মামলা দায়েরের পর পিবিআই পুলিশের এস আই সঞ্জয় বিশ্বাস নাজমুল তরফদার (২৫) কে তার বাড়ি থেকে আটক করেন। সে চৌগাছার পাশাপোল গ্রামের ইমামুল হকের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল ধর্ষণ করেছে মর্মে স্বীকার করে। পরে নাজমুল তরফদার কে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, আদালতে সোপর্দ করা হলে সেখানেও সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আদালত তাকে জেল হাজতে পাঠিয়েছে।
ওই ছাত্রীকে অসুস্থ অবস্থায়  উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতালে ভতি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

 

আরো পড়ুন

সর্বশেষ