ভ্রাম্যমাণ প্রতিনিধি:
যশোরের চৌগাছায় সাম্প্রতিক সময়ে চুরির ঘটনা বেড়ে গেছে। বিশেষ করে গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল হানা দিচ্ছে বিভিন্ন গ্রামে। চোরদের প্রধান লক্ষ্য হালের ও গবাদিপশু চুরি, পাশাপাশি ছাগল, ছোট যানবাহন ও অন্যান্য মূল্যবান সামগ্রীও চুরি হচ্ছে। এতে গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এ লক্ষ্যে থানার ওসি আনোয়ার হোসেন বিভিন্ন গ্রামে সচেতনতামূলক সভার আয়োজন করছেন। তার ধারাবাহিকতায় শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকেলে নারায়নপুর ইউনিয়নের চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে একটি সচেতন মুলুক সভা অনুষ্ঠিত হয়।
সভায় ওসি আনোয়ার হোসেন বলেন, “জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত টহল দিচ্ছে এবং চুরি প্রতিরোধে তৎপর রয়েছে। চোরচক্রের সদস্যদের শনাক্ত করতে তথ্য সংগ্রহ ও তদন্ত কার্যক্রম চালানো হচ্ছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে। পাশাপাশি, জনগণকে সচেতন করতে নিয়মিত উঠান বৈঠক ও আলোচনা সভার আয়োজন করা হচ্ছে, যেন সবাই অপরাধ দমনে ভূমিকা রাখতে পারে।”
সভায় তিনি এলাকাবাসীকে সংঘবদ্ধভাবে পাহারা দেওয়ার পরামর্শ দেন এবং গ্রাম পাহারার জন্য কমিটি গঠনের আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়নপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি তরিকুল ইসলাম ডবলু। বক্তৃতা করেন জিসিবি আদর্শ কলেজের অধ্যক্ষ ও প্রেসক্লাব চৌগাছার সভাপতি আবু জাফর, ওসি (তদন্ত) কামাল হোসেন, স্থানীয় মেম্বর আবু সালাম ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

