চৌগাছা প্রতিনিধি:প্রায় দেড় বছর পর চৌগাছা উপজেলা ছাত্রলীগের ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেছে যশোর জেলা ছাত্রলীগ। শনিবার (১১মার্চ) দুপুরে জেলা ছাত্রলীগের প্যাডে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩ মাসের জন্য বাংলাদেশ ছাত্রলীগ যশোর জেলা শাখার অন্তর্গত চৌগাছা উপজেলা শাখা ছাত্রলীগের “আহবায়ক” কমিটি অনুমোদন দেওয়া হলো।
এরআগে নতুন কমিটি গঠনের লক্ষে ২০২১ সালের ২০ নভেম্বর চৌগাছা উপজেলা ছাত্রলীগের প্রায় ১০৭ নেতা সভাপতি-সম্পাদক পদ পেতে জীবন বৃত্তান্ত জমা দেন। শনিবার অনুমোদিত কমিটির তালিকা ফেসবুকে ছড়িয়ে পড়লে চৌগাছায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়। ফেসবুকে ছাত্রলীগের কর্মীরা তীব্র সমালোচনার তীরে বিদ্ধ করেছেন যশোর জেলা ছাত্রলীগের দুইকর্ণধরকে। এরমধ্যে সবচে ভদ্র ভাষায় পোস্ট দিয়েছেন চৌগাছা পৌর ছাত্রলীগ নেতা সৌরভ রহমান বিপুল। তিনি লিখেছেন, ‘যারা অসাংগঠনিক তাদের কাছ থেকে সাংগঠনিক কমিটি আশা করা বুকামি.. এরা তো সংগঠনের গঠনতন্ত্রই জানে না ভাই…!!’। কমিটি দেয়ার ক্ষেত্রে সিনিয়রিটি না মানা, অসাংগঠনিক ব্যক্তিদের পদ-পদবী দেয়ার অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করছেন দলের বিভিন্ন স্তরের কর্মীরা। কেউ কেউ খিস্তি-খেউড়ও করেছেন ফেসবুকে। এরপরে সন্ধ্যা সাড়ে ৬টায় ঘোষিত কমিটির ৫জন যুগ্ম আহ্বায়কের ( মোঃ হাসান রেজা, সফিউর রহমান রাথিক, মোঃ আব্দুল করিম, মোঃ রুবেল হোসেন, মোঃ ফিরোজ হোসেন) নেতৃত্বে এই বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় শহরে প্রায়ই দেড় ঘন্টা গাড়ি চলাচল বন্ধ ছিল।
এরআগে নতুন কমিটি গঠনের লক্ষে ২০২১ সালের ২০ নভেম্বর চৌগাছা উপজেলা ছাত্রলীগের প্রায় ১০৭ নেতা সভাপতি-সম্পাদক পদ পেতে জীবন বৃত্তান্ত জমা দেন। শনিবার অনুমোদিত কমিটির তালিকা ফেসবুকে ছড়িয়ে পড়লে চৌগাছায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়। ফেসবুকে ছাত্রলীগের কর্মীরা তীব্র সমালোচনার তীরে বিদ্ধ করেছেন যশোর জেলা ছাত্রলীগের দুইকর্ণধরকে। এরমধ্যে সবচে ভদ্র ভাষায় পোস্ট দিয়েছেন চৌগাছা পৌর ছাত্রলীগ নেতা সৌরভ রহমান বিপুল। তিনি লিখেছেন, ‘যারা অসাংগঠনিক তাদের কাছ থেকে সাংগঠনিক কমিটি আশা করা বুকামি.. এরা তো সংগঠনের গঠনতন্ত্রই জানে না ভাই…!!’। কমিটি দেয়ার ক্ষেত্রে সিনিয়রিটি না মানা, অসাংগঠনিক ব্যক্তিদের পদ-পদবী দেয়ার অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল করছেন দলের বিভিন্ন স্তরের কর্মীরা। কেউ কেউ খিস্তি-খেউড়ও করেছেন ফেসবুকে। এরপরে সন্ধ্যা সাড়ে ৬টায় ঘোষিত কমিটির ৫জন যুগ্ম আহ্বায়কের ( মোঃ হাসান রেজা, সফিউর রহমান রাথিক, মোঃ আব্দুল করিম, মোঃ রুবেল হোসেন, মোঃ ফিরোজ হোসেন) নেতৃত্বে এই বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় শহরে প্রায়ই দেড় ঘন্টা গাড়ি চলাচল বন্ধ ছিল।
এ বিষয়ে কথা বলার জন্য যশোর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস এবং সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব দুজনেরই ব্যক্তিগত মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
অনুমোদিত কমিটিতে আহবায়ক করা হয়েছে সারজান দেওয়ান সোহেলকে। এছাড়া চৌগাছা সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ আকরামুল ইসলামকে এক নম্বর যুগ্ম আহবায়ক করা হয়েছে। অন্য যুগ্ম আহবায়করা হলেন মোঃ হাসান রেজা, সফিউর রহমান রাথিক, মোঃ আব্দুল করিম, মোঃ রুবেল হোসেন, মোঃ ফিরোজ হোসেন ও সাগর কুমার বিশ^াস।
এছাড়া সদস্য করা হয়েছে, মিনহাজুর রহমান জিসাদ, মিকাইল ইসলাম সোহেল, জোবায়ের হোসেন রকি, ফয়সাল হোসেন রানা, মাহাবুবুর রহমান রিয়াজ, হাসিবুল হাসান শান্ত, রেজাউল করিম সাগর, ইয়াছিন আহাম্মেদ শান্ত, সানজিদ কবির, জাহিদ হাসান শোভন, হাবিবুর রহমান পাভেল, মামুন হোসেন অনিক, সাকিব পারভেজ, নিশাদ আরেফিন অন্তু, আক্তারুল ইসলাম, হযরত আলী, শাফায়েত হোসেন আকাশ, রিফাত আরেফিন, আল আমিন নয়ন, জয়ন্ত কুমার, বাবুল হাসান, আবিদুজ্জামান জিসান ও সোহাগ আলীকে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে আহবায়ক কমিটিকে আগামী ৩মাসের মধ্যে সম্মেলন আয়োজন করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
অনুমোদিত কমিটিতে আহবায়ক করা হয়েছে সারজান দেওয়ান সোহেলকে। এছাড়া চৌগাছা সদর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক মোঃ আকরামুল ইসলামকে এক নম্বর যুগ্ম আহবায়ক করা হয়েছে। অন্য যুগ্ম আহবায়করা হলেন মোঃ হাসান রেজা, সফিউর রহমান রাথিক, মোঃ আব্দুল করিম, মোঃ রুবেল হোসেন, মোঃ ফিরোজ হোসেন ও সাগর কুমার বিশ^াস।
এছাড়া সদস্য করা হয়েছে, মিনহাজুর রহমান জিসাদ, মিকাইল ইসলাম সোহেল, জোবায়ের হোসেন রকি, ফয়সাল হোসেন রানা, মাহাবুবুর রহমান রিয়াজ, হাসিবুল হাসান শান্ত, রেজাউল করিম সাগর, ইয়াছিন আহাম্মেদ শান্ত, সানজিদ কবির, জাহিদ হাসান শোভন, হাবিবুর রহমান পাভেল, মামুন হোসেন অনিক, সাকিব পারভেজ, নিশাদ আরেফিন অন্তু, আক্তারুল ইসলাম, হযরত আলী, শাফায়েত হোসেন আকাশ, রিফাত আরেফিন, আল আমিন নয়ন, জয়ন্ত কুমার, বাবুল হাসান, আবিদুজ্জামান জিসান ও সোহাগ আলীকে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে আহবায়ক কমিটিকে আগামী ৩মাসের মধ্যে সম্মেলন আয়োজন করার জন্য নির্দেশ প্রদান করা হলো।
এদিকে অসাংগঠনিক ও জামায়াত বিএনপি পরিবারের এবং অছাত্রদের কমিটিতে দেয়া, সিনিয়রদের ডিঙ্গিয়ে জুনিয়রকে আহবায়ক করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে একটি অংশ। সন্ধ্যায় নবগঠিত কমিটির তিন যুগ্ম আহবায়ক হাসান রেজা, শফিউর রহমান রাথিক ও আব্দুল করিমের নেতৃত্বে চৌগাছা শহরে একটি বিক্ষোভ মিছিল করা হয়।

