ভ্রাম্যমাণ প্রতিনিধি:
যশোরের চৌগাছায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলামের পক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তানভীর আহমদের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুল হাসান, যুগ্ম-সম্পাদক দেলোয়ার হোসেন, আব্দুল্লাহ আল-মামুন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, বিএম হাফিজুর রহমানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

