শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

চৌগাছায় জামায়তের কর্মী সম্মেলন

আরো খবর

চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে উপজেলার ১১ নং সুকপুকুরিয়া ইউনিয়ন জামায়াতের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

রামকৃষ্ণপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল আলিম।
এতে প্রধান অতিথির বক্তৃতা করেন জামায়াত মনোনীত যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের সংসদস্য প্রার্থী ডা. মোসলেহ উদ্দিন ফরিদ।

ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আজিজুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জাময়াতের আমীর মাও.গোলাম মোরশেদ, নায়েবে আমীর মাও. নুরুল ইসলাম, সেক্রেটারী প্রভাষক নুরুজ্জামান, সহকারি সেক্রেটারী সাবেক প্যানেল মেয়র মাষ্টার কামাল আহমেদ, মাও. গিয়াস উদ্দীন প্রমুখ।

অনুষ্ঠানে ইউনিয়ন জামায়তের হাজার হাজার পুরুষ ও মহিলা কর্মীরা অংশ নেয়।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় ডা. ফরিদ বলেন, ‘‘ আমি নির্বাচিত হলে আমার নির্বাচণী এলাকায় ধর্ম, বর্ণ, দল-মত নির্বেশেষ সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করবো’’। তিনি আরও বলেন, জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের মাধ্যমে একটি কল্যাণকর রাষ্ট্র গঠন করবে তার দল। এতে কোনো নাগরিককে তার অধিকার আদায়ের জন্য রাজপথে নামতে হবেনা।

আরো পড়ুন

সর্বশেষ