ভ্রাম্যমাণ প্রতিনিধি:
যশোরের চৌগাছায় জামায়াতের নির্বাচনী প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে গণমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। শহরের প্রেসক্লাব চত্তরে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ।
প্রধান অতিথি ছিলেন যশোর -২ চৌগাছা ঝিকরগাছা আসনের জামায়াত ও দশ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডাক্তার মোসলেহ উদ্দিন ফরিদ।
পথসভায় বক্তৃতা করেন লন্ডনের জামায়াত নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান, খেলাফত মজলিসের উপজেলা আমীর মাওলানা রুহুল কুদ্দুস, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা নুরুল ইসলাম, সেক্রেটারী মাওলানা নুরুজ্জামান, সহকারী সেক্রেটারী সাংবাদিক রহিদুল ইসলাম খান , মাস্টার কামাল আহমেদ, মাওলানা গিয়াস উদ্দিন, যুবনেতা শাহ আলম, পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল খালেক, শিবির নেতা আবু সাঈদ প্রমুখ।
প্রধান অতিথি ডাক্তার মোসলেহ উদ্দিন তার বক্তৃতায় বলেন, আগামী নির্বাচনে জামায়াত যদি সরকার গঠন করতে পারে তাহলে দেশ শতভাগ দূর্নীতিমুক্ত হবে। এদেশে এক টাকাও চাঁদাবাজি চলবে না। মানুষ তাদের অধিকার ফিরে পাবে। শিশু এবং বৃদ্ধরা বিনামুল্যে স্বাস্থ্যসেবা পাবে। কৃষক ভাইয়েরা বিনাসুদে ঋন পাবে। শিক্ষিত যুবকেরা বেকার অবস্থায় কর্জে হাসানা পাবে। চাকুরির বাজারে বিপ্লব সৃষ্টি হবে ইনশাআল্লাহ। পথসভা শেষে বিরাট এক গণমিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

