শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

চৌগাছায় জুয়েলার্সের দোকানে সিঁধ কেটে স্বর্ণালংকার চুরি

আরো খবর

চৌগাছা( যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় স্নর্ণপট্টিতে রাতের আঁধারে  উত্তম জুয়েলার্সের  সিদ কেটে ৬ লক্ষাধিক টাকার অলংকার চুরি করে নিয়ে যায়। বৃহস্পতিবার আনুমানিক গভীর রাত থেকে ভোর রাতের মাঝামাঝি সময়ে এ ঘটনা ঘটেছে বলে ধারনা করা হচ্ছে।

দোকানের স্বত্বাধিকারী ধীরেন্দ্রনাথ দে জানান, দোকানের পিছনের দিকে দেওয়াল কেটে ভিতরে প্রবেশ করে চোর। দোকানে ঢুকে প্রথমেই সিসি ক্যামেরা ভেঙে ফেলে চোর। এরপর দোকানে থাকা ৬ ভরি স্বর্নালংকার নিয়ে যায় সে। এরমধ্যে স্বর্নের নাকফুল, বেবি আংটি, টিকলি ও ব্রঞ্চের বালা ছিল।

ধীরেন্দ্রনাথ দে বলেন, চুরি যাওয়া জিনিসগুলো দোকানের সামনের শোক্যাচে থাকায় নিতে সুবিধা হলেও ভিতরের দুটি সিন্দুকের ভিতর ভারি গহনা নিতে পারিনি চোর। সবমিলিয়ে ৬ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভুগী দোকানদার ধীরেন্দ্রনাথ দে।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী ঘটনার  সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ