রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

চৌগাছায় দ্রব্যমূল উর্র্দ্ধগতি  নিয়ন্ত্রণে বাজারে অভিযান  

আরো খবর

শ্যামল দত্ত,  চৌগাছা যশোর প্রতিনিধি: যশোরের চৌগাছায় রমজান মাসে দ্রব্যমূল্য নিরন্তর রাখার জন্য
বাজারের বিভিন্ন দোকান সহ শপিং মহল  পরিদর্শন করলেন  উপজেলা নির্বাহী অফিসার, ভূমি সহকারী কমিশনার ও থানা অফিসার ইনচার্জ ।

শনিবার (১৬ মার্চ) দুপুর ২ টার সময় রমজান মাসে দ্রব্যমূল যাতে বেশি দামে বিক্রয় করতে না পারে   দোকান  বিভিন্ন মালামাল মূল্য তালিকা ও আমদানি মালের মেমো রাখার জন্য  তাদের কে অবহিত  করলেন। এ সমায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা, ভূমি সহকারী কমিশনার গুঞ্জন বিশ্বাস,
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী  সহ থামা এস আই পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

সর্বশেষ