রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

চৌগাছায় নারী ক্ষুদ্র  ব্যবসায়ীদের মাঝে চেক  বিতারণ

আরো খবর

চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় দলিত নারীরা তাদের পরিবারকে নিয়ে  স্বাবালম্বী হতে পারে  এই জন্য তাদেরকে  ক্ষুদ্র ব্যবসায়ী বিনিয়োগ  চেক বিতারণ করা হয়েছে। সোমনার  উপজেলা  পরিষদ মিলনায়তনে এই চেক বিতারণ  অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার  ইরুফা সুলতানা।

এ সময়ে উপস্থিত ছিলেন অশ্রুমোচন মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি   রুপালী বিশ্বাস, চৌগাছা  বি ডি ই আর এম এর সভাপতি ডাঃ প্রকাশ চন্দ্র বিশ্বাস, উপদেষ্টা  সাংবাদিক  শ্যামল দত্ত, অশ্রুমোচন সংস্থার   প্রোগ্রাম অফিসার নাসির উদ্দিন, অশ্রুমোচন সংস্থার হিসাব রক্ষক সদায় কুৃমার দাস,দলিত ৫ জন নারী  প্রত্যেকে   ৫০০০/-হাজার টাকা বিনিয়োগের চেক গ্রহণ করেন। তারা হলেন শ্রীমতি অনিতা বালা দাস, শ্রীমতি অনামিকা রানী, ভোরি বালা, লতা দাস, আয়না বালা।

আরো পড়ুন

সর্বশেষ