রবিবার, ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রজব, ১৪৪৭ হিজরি

চৌগাছায় নোভা এইড হাসপাতাল সিলগালা

আরো খবর

চৌগাছা (যশোর)  প্রতিনিধি:
যশোরের চৌগাছায় বিভিন্ন অনিয়মের অভিযোগে নোভা এইড হাসপাতাল নামের একটি ক্লিনিক সিলগালা করা হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে এ অভিযান পরিচালনা করেন যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা।

জানা যায়, দীর্ঘদিন ধরে ক্লিনিকটিতে নানা অনিয়ম চলছিল। অভিযানে গিয়ে দেখা যায়, ক্লিনিকটিতে দুই ঘণ্টা অপেক্ষা করেও কোনো চিকিৎসক পাওয়া যায়নি, যেখানে নিয়ম অনুযায়ী সবসময় দুইজন চিকিৎসক থাকার কথা। ক্লিনিকে কোনো ডিপ্লোমাধারী নার্স নেই। এছাড়া ২০২১ সালের পর থেকে ক্লিনিকটির লাইসেন্স নবায়ন করা হয়নি। অপারেশন থিয়েটারে অতিরিক্ত অস্ত্রোপচারের সুতা পড়ে থাকতে দেখা যায় এবং জরুরি ওষুধের তালিকায় থাকা মলদারের ক্যাপসুল ফ্রিজে সংরক্ষিত ছিল না।

অভিযান শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমি বলেন, “ওটি’র (অপারেশন থিয়েটার) বৈধ কাগজপত্র দেখাতে পারলে সেটি খুলে দেয়া হবে। তবে বৈধ কাগজপত্র ছাড়া কোনো ধরনের অপারেশন করা যাবে না।”

এ সময় অভিযান পরিচালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান, স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আরো পড়ুন

সর্বশেষ