শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

চৌগাছায় পরিত্যাক্ত বিদেশি পিস্তল উদ্ধার

আরো খবর

চৌগাছা (যশোর) প্রতিনিধি:
যশোরের চৌগাছায় মাটি খুঁড়ে পরিত্যাক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল উদ্ধার করেছেন পুলিশ। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে ৫ টার পৌর এলাকার বাকপাড়া থেকে এ পিস্তল উদ্ধার করা হয়।

 

পুলিশ ও এলাকাবাসী জানায়, বাকপাড়া কেষ্ট পালের বাড়ী থেকে এ পিস্তল উদ্ধার করা হয়। কেষ্ট পাল পৌর ৬ নং ওয়ার্ড বাকপাড়া মৃত উপেন পালের ছেলে। সম্প্রতি কেষ্ট পাল তার পৈত্রিক বসত বাড়ীতে পুরাতন ঘর ভেঙ্গে নতুন বাড়ী করার কাজ করছেন। ঘটনার দিন লেবাররা মাটি খুঁড়ার কাজ করছিলেন। এ সময় তারা পরিত্যাক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল পান। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মাটি খুঁড়ে পরিত্যাক্ত অবস্থায় ১টি বিদেশি পিস্তল উদ্ধার করেছেন পুলিশ। তবে সেটি একবারেই জং ধরে প্রায় নষ্ট হয়ে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”

আরো পড়ুন

সর্বশেষ