শুক্রবার, ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, ২৭শে রজব, ১৪৪৭ হিজরি

চৌগাছায় পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি পালন

আরো খবর

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
যশোরের চৌগাছায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিবার কল্যাণ পরিদর্শিকা, পরিবার কল্যাণ সহকারী, ও পরিবার পরিকল্পনা পরিদর্শক পদধারী কর্মীরা নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকাল ৯টায় চৌগাছা উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সামনে তিনটি গ্রুপের সকল কর্মচারীর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা অধিকার আদায় সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ শামিমা ইয়াসমিন, নাছিমা রহমান, আশরাফুল ইসলাম, শাহ জামাল উদ্দিন, আরিফুল ইসলাম, কোহিনুর খাতুন, ফারজানা খাতুন, তাছলিমা খাতুন, প্রত্যাশা পারভীন ও তানিয়া খাতুনসহ অনেকে উপস্থিত ছিলেন।
কর্মচারীরা জানান, তাদের ন্যায্য ও যৌক্তিক দাবি অনুযায়ী নিয়োগবিধি দ্রুত বাস্তবায়ন করতে হবে। দাবি আদায় না হলে ২ থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত কর্মবিরতি চলবে এবং পরবর্তীতে আরও কঠোর ধারাবাহিক কর্মসূচি পালন করা হবে বলেও তারা সতর্ক করেন।

আরো পড়ুন

সর্বশেষ